৭ ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ স্বাভাবিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১০:২১ এএম, ০৪ ডিসেম্বর ২০১৮
ফাইল ছবি

সাত ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সোমবার দিবাগত রাত সোয়া ২টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দে লাইনচ্যুত বগি উদ্ধারের পর ওই রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এর আগে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় সোমবার সন্ধ্যা ৭টা থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

জামতৈল রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. মারফিন হাসান জানান, বঙ্গবন্ধু সেতু রেলস্টেশন থেকে ছেড়ে আসা বিইআই-২ ডাউন নামে একটি মালবাহী ট্রেন ঈশ্বরদী যাচ্ছিল। ট্রেনটি জামতৈল রেলওয়ে স্টেশন ছেড়ে কিছু দূর যাওয়ার পর একটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

পরে লাইনচ্যুত বগি উদ্ধারের জন্য ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন পাঠানো হয়। রাত ১২টার দিকে রিলিফ ট্রেন উদ্ধার কাজ শুরু করে। পরে লাইনচ্যুত বগিটি উদ্ধার শেষে রাত সোয়া ২টার দিকে ফের ট্রেনটি ছেড়ে যায়।

আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।