৩ ঘণ্টার পথ বাঁচাবে রোয়াংছড়ি-রুমা সড়ক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ১০:৪২ এএম, ০৫ ডিসেম্বর ২০১৮
ফাইল ছবি

বান্দরবানে ৪৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাচ্ছে জেলার রোয়াংছড়ি-রুমা সড়ক। সড়ক পথে জেলা সদর থেকে রুমা উপজেলায় যেতে যেখানে বর্তমানে ৪ ঘণ্টা সময় ব্যয় হয়, সেখানে নতুন এ সড়ক নির্মিত হলে রোয়াংছড়ি হয়ে ১ ঘণ্টায় রুমা যাওয়া যাবে। ফলে পর্যটকদের আনাগোনা বাড়বে রুমার তিনাপ সাইতার, কেউক্রাডং ও বগালেকসহ বিভিন্ন পর্যটন স্পটে। এতে অর্থনৈতিকভাবে লাভবান হবেন পর্যটন ব্যবসায়ীসহ স্থানীয়রা।

এছাড়া প্রতিবছর যেখানে বর্ষা মৌসুমে পাহাড় ধসে বান্দরবান-রুমা সড়কের উপর মাটি পড়ে জেলার সঙ্গে রুমা উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকে সেখানে নতুন এ সড়ক নির্মিত হলে ভোগান্তি অনেকাংশে কমবে।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা থেকে রুমা উপজেলা পর্যন্ত পল্লী উন্নয়ন সড়ক নির্মাণ করা হবে। গত ৮ অক্টোবর পরিকল্পনা মন্ত্রী আ.ফ.ম মোস্তাফা কামাল এ প্রকল্পের অনুমোদন দেন। ৪৮ কোটি টাকা ব্যয়ে (জিওবি অর্থে) ২০২২ সালের মধ্যে সড়কটির নির্মাণ কাজ শেষ হবে। সড়কটি নির্মাণে ইতোমধ্যে টেন্ডার আহ্বানের প্রক্রিয়াও অনেক দূর এগিয়েছে।

এ ব্যাপারে রোয়াংছড়ির স্থানীয় সংবাদকর্মী সাই থোয়াই অং মারমা জানান, সড়কটি নির্মিত হলে রোয়াংছড়ি ও রুমায় পর্যটক বাড়ার পাশাপাশি বান্দরবান জেলায় আন্তঃযোগাযোগ ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হবে। এতে জুম পাহাড়ে উৎপাদিত কৃষিপণ্য অল্প সময়ে বাজারজাত করার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেরও দ্রুত প্রসার ঘটবে। এতে উপকৃত হবেন দুই উপজেলার সাধারণ মানুষ।

এ ব্যাপারে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক প্রকৌশলী আব্দুল আজিজ বলেন, রুমা উপজেলার বিকল্প সড়ক হিসেবে এটা ব্যবহৃত হবে। এছাড়া দুই উপজেলায় পর্যটন শিল্প উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে সড়কটি।

সৈকত দাশ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।