ফেনীতে নৌকা-ধানের শীষের প্রচারণা শুরু
ফেনীতে উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা শুরু করেছে প্রার্থীরা। মঙ্গলবার ফেনী সদর আসনে ফাজিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে নৌকার সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের মেয়র আজম নাছির উদ্দিন।
ফাজিলপুর ইউপি পরিষদ চেয়ারম্যান মো. মজিবুল হক রিপনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সভাপতি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ফেনী-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নিজাম উদ্দিন হাজারী, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম প্রমুখ।

এদিকে, ফেনী-২ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদিন সকালে ফেনীর পাগলা মিয়ার তাকিয়া জেয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন। শহরের ভেতরের বাজার এলাকাসহ বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে এসএকে সড়কের সমবায় সুপার মার্কেট সংলগ্ন স্থানে সংক্ষিপ্ত সভায় মিলিত হন তিনি।
এ সময় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন খান, ফেনী পৌর বিএনপির সভাপতি আলাল উদ্দিন আলালসহ দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া ফেনী-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার ফেনীর ছাগলনাইয়ায় মহাজোটের বিজয় নিশ্চিত করতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় করেছেন।
রাশেদুল হাসান/এএম/এমকেএইচ