সিরাজগঞ্জে বিএনপির ৩ নেতা গ্রেফতার
প্রতিকী ছবি
নাশকতার মামলায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বিএনপির তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বেলকুচি পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন শামীম (৪৫), ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মামুন হোসেন বরাদ (৪৮) এবং বিএনপি নেতা আমিরুল ইসলাম সম্রাট (৪৬)।
বেলকুচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে তাদের।
ইউসুফ দেওয়ান রাজু/এএম/এমকেএইচ