৩৬ টাকা দরে আমন চাল সংগ্রহ শুরু
চলতি মৌসুমে ঝিনাইদহ সরকরি খাদ্য গুদামে আমন চাল সংগ্রহ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে আমন চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম।
এ সময় খাদ্য বিভাগের কর্মকর্তাসহ মিলাররা উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম বলেন, এ বছর জেলার ছয়টি উপজেলার ৪৪৫ জন মিল মালিকদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ৯ হাজার ৩৮৯ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। এ অভিযান চলবে আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত।
আরএআর/এমকেএইচ