সিরাজগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, প্রার্থীসহ আহত ২০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৯:৩১ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৮

সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জেলা বিএনপির সভাপতি ও দলীয় প্রার্থী রোমানা মাহমুদসহ অন্তত ২০জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে রুবেল, দিগন্ত ও মেরিনা নামে তিন যুবদল কর্মী গুলিবিদ্ধ বলে দাবি করেছে জেলা বিএনপি।

শুক্রবার সন্ধ্যায় শহরের আইআই কলেজ রোড ও বিএনপি কার্যালয়ের পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের একটি গাড়ির গ্লাস ভাঙা হয়েছে।

sirajgonj

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে রোমানা মাহমুদের বাসার সামনে থেকে মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ে যাওয়ার খবরে আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপি কার্যালয়ের সামনে দিয়ে সশস্ত্র মিছিল করে এবং বোমা বিস্ফোরণ ঘটায়। বিষয়টি পুলিশকে অবগত করা হলে পুলিশ দলীয় কার্যালয়ের আশাপাশে অবস্থান নেয়। সন্ধ্যার পর আমরা কলেজ রোড দিয়ে মিছিল নিয়ে মোড়ে যাওয়ার পরই পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করলে সংঘর্ষ বেধে যায়। পুলিশের বাবার বুলেটের আঘাতে বিএনপির প্রার্থী রোমানা মাহমুদ আহত ও তিনজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।

woman

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, পুলিশ টহল দেয়ার সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশের গাড়ির ওপর হামলা চালায়। এ সময় পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে তিনি জানান।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।