ফেনীতে বিএনপি নেতা সেন্টু গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০১:৫৫ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৮

ফেনীর সোনাগাজী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জামাল উদ্দিন সেন্টুকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জামাল উদ্দিন সেন্টুর স্ত্রী নাছরিন আক্তার জানান, তার স্বামীর বিরুদ্ধে কোনো মামলা নেই। তারপরও পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে গেছে।

সোনাগাজী মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন জানান, উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ভূঞা বাজার এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

এদিকে জামাল উদ্দিন সেন্টুকে গ্রেফতার করার তীব্র নিন্দা জানিয়েছেন ফেনী-৩ আসনে বিএনপির প্রার্থী মো. আকবর হোসেন। তিনি বলেন, মামলা নেই তবুও পুলিশ তাকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করছি।

রাশেদুল হাসান/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।