এত অবহেলা বুঝি সইল না ওর

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক নড়াইল
প্রকাশিত: ১০:২০ এএম, ১৯ ডিসেম্বর ২০১৮

এই কনকনে ঠান্ডায় বাগানের মধ্যে পড়েছিল ফুটফুটে শিশুটি। স্থানীয়রাই শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। পরে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেয়ার পথে মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে মৃত্যু হয় শিশুটির।

নড়াইল সদর হাসপাতালের চিকিৎসক রোকসানা বিনতে আরিফ বলেন, দুপুর আড়াইটার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। প্রসবের পর প্রায় আড়াই ঘণ্টা শিশুটি বিনা পরিচর্যায় ছিল। হাসপাতালে আনার সময় শিশুটির অবস্থা বেশ খারাপ ছিল।

এরআগে মঙ্গলবার দুপুরে সদর উপজেলার চণ্ডিবরপুর ইউনিয়নের নিধুখোলা গ্রামের পাকা রাস্তার কাছে বাগানের মধ্যে একটি গর্তে কাপড়ে পেঁচানো অবস্থায় নবজাতক কন্যাশিশুটিকে পাওয়া যায়। স্থানীয়দের দাবি, জন্মের পর নবজাতককে বাগানে ফেলে গেছেন তার মা।

স্থানীয় যুবক মলয় বলেন, দুপুর ১২টার দিকে এক পুরুষ ও এক নারী একটি মোটরসাইকেলে এসে শিশুটিকে বাগানে ফেলে পালিয়ে যায়।

নিধুখোলা গ্রামের বাসিন্দা ফিরোজা বেগম জানান, বাগানে শিশুটির কান্না শুনতে পান। এসে দেখেন শিশুটির নাড়ি কাটা হয়নি। পরে তিনি শিশুটিকে উদ্ধার করে নাড়ি কাটেন এবং পরিচর্যা শুরু করেন।

স্থানীয় ইউপি সদস্য মোস্তফা কামাল বলেন, ‘উন্নত চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতাল থেকে বাচ্চাটিকে খুলনায় নিয়ে যাচ্ছিলাম। পথে তার মৃত্যু হয়।”

এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।