শরীরের বাইরে হৃদপিন্ড ও খাদ্যনালী নিয়ে বিরল শিশুর জন্ম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০২:৩৭ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৮

ঝিনাইদহে শরীরের বাইরে হৃদপিন্ড ও খাদ্যনালী নিয়ে জন্ম নিয়েছে বিরল এক ছেলে সন্তান। চিকিৎসকরা বলছেন- প্রতি ৮০ লাখের মধ্যে বিরল এই ত্রুটি নিয়ে জন্ম নেয় একটি শিশু।

মঙ্গলবার বিকেলে সৃজনী প্রাইভেট হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটি প্রসব করেন। ঝিনাইদহ সদর উপজেলার ডেফলবাড়ি গ্রামের মোদাচ্ছের আলীর স্ত্রী রেক্সনার খাতুন।

শিশুটি বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শিশুটির মা রেক্সনা খাতুন সুস্থ থাকলেও শিশুটি জীবন মুত্যুর সন্ধিক্ষণে রয়েছে।

শিশুটির দাদি শাহিনা খাতুন জানান, শিশুটি মায়ের পেট থেকেই বিকালঙ্গ। তার হাত ও পা বাঁকা। পায়ের পাতা নেই। ঠোঁট কাটা এবং বুক ও পেটের সামনের অংশ শরীরের বাইরে। শিশুটির এই অবস্থা দেখে তাকে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।

হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নাহানুর বলেন, শিশুটিকে আমরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছি। এ ধরণের শিশুর চিকিৎসা এখানে সম্ভব নয়। এ জন্য শিশুটির স্বজনদের ঢাকায় নিয়ে যেতে বলা হয়েছে। কিন্তু তারা যাবেন না।

ঝিনাইদহ সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আনোয়ারুল বলেন, শিশুটির হার্ট, ঢায়াফ্রম ও খাদ্যনালীর বৃহৎ অংশ শরীরের বাইরে হয়েছে। এ ধরণের শিশুকে বলা হয় মারাত্মক জন্মগত ত্রুটি। শরীরের বাইরে হার্ট ও ডায়াফ্রামটি ফেটে যেতে পারে। এ জন্য ব্যান্ডেজ করে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, এ ধরণের শিশু বেঁচে থাকা ইতিহাসে বিরল। তারপরও শিশু হাসপাতালে নিয়ে গেলে তারা কী ব্যবস্থা গ্রহণ করে দেখা যেতে পারে।

শিশুটির দাদি শাহিনা খাতুন জানান, তাদের আর্থিক অবস্থা ভালো না। ঝিনাইদহের বাইরে নিয়ে চিকিৎসা করা তাদের পক্ষে অসম্ভব। সে জন্য তারা ঝিনাইদহ সদর হাসপাতালে রেখেই চিকিৎসা করাচ্ছেন।

আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।