দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৬:০৯ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮

নেত্রকোনার দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জহিরুল আলম ভূঁইয়াকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে অন্যান্য দিনের মতো ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা কাজে বের হলে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের ভেন্নাকান্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে দুর্গাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, নাশকতার পরিকল্পনা মামলায় নিয়মিত আসামি হিসেবে জহিরুল আলম ভূঁইয়াসহ আবুল হাসেম নামের অপর এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে বিভিন্ন মামলায় বিএনপির ৮ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

কামাল হোসাইন/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।