ঝিনাইদহে নৌকার নির্বাচনী অফিসে বোমা হামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ১০:০৬ এএম, ২১ ডিসেম্বর ২০১৮

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাইনবোর্ড বাজারে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে এ হামলার ঘটনা ঘটে।

ঝিনাইদহ পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, আওয়ামী লীগের নির্বাচনী অফিসে বসে দলীয় নেতাকর্মীরা আলাপ আলোচনা করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত প্রথমে বোমা হামলা চালায়। এরপর চেয়ার টেবিল ভাঙচুর করে আগুন দেয়। হামলায় ৩-৪ জন কর্মী আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকায় তল্লাশি করে ১০টি হাতবোমা উদ্ধার করেছে।

দুর্বৃত্তদের আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে বলেও তিনি জানান।

আব্দুল্লাহ আল মাসুদ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।