ভোটে জিততে আ.লীগ ত্রাসের রাজত্ব কায়েম করছে : এ্যানি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০১:৫৪ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে দলীয় প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করতে আওয়ামী লীগ পুলিশ প্রশাসনের ওপর প্রভাব বিস্তার করছে। তারা ভোটের হিসাব বুঝে গেছে। এখানে তাদের কোনো ভোট নেই। ভোটে জিততে আওয়ামী লীগ লক্ষ্মীপুরে ত্রাসের রাজত্ব কায়েম করছে।

শনিবার দুপুরে লক্ষ্মীপুর শহরের গোডাউন রোড এলাকার নিজ বাসার সামনে সংবাদ সম্মলেন তিনি এসব কথা বলেন।

এ্যানি আরও বলেন, লক্ষ্মীপুরের মানুষ সংগ্রাম করে রাজনীতি করে। এখানকার মানুষ রাজনৈতিকভাবে সচেতন। কোনো অন্যায়, রক্তচক্ষু ও অস্ত্রের ঝনঝনানিতে তারা অতীতেও মাথা নত করেনি ৩০ ডিসেম্বর ভোট চলাকালীন সময়েও মাথা নত করবে না।

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল খালেদ ও পৌর ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন শিমুল প্রমুখ উপস্থিত ছিলেন।

কাজল কায়েস/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।