গাইবান্ধায় টাকা বিতরণের অভিযোগে আটক ১১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০২:০৭ এএম, ২৭ ডিসেম্বর ২০১৮

গাইবান্ধার ফুলছড়ি ও সদর উপজেলায় ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে ১১ জনকে আটক করেছে পুলিশ। এরা সবাই জামায়াত-বিএনপির লোক বলে জানিয়েছে পুলিশ। তাদের কাছে থাকা নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার ও ফুলছড়ি থানার (ওসি) মো. বেলাল মিয়া জানান, বুধবার (২৬ ডিসেম্বার) রাতে ধানের শীষের পক্ষে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগের প্রেক্ষিতে পৃথক স্থান হতে তাদের আটক করা হয়।

ফুলছড়ির চরাঞ্চল হতে আটককৃতরা হলেন- উপজেলার পশ্চিম ছালুয়াগ্রামের শাফিকুল ইসলামের ছেলে রুহুল আমিন, আব্দুল মজিদের ছেলে মজনু হুদা, তারা মিয়ার ছেলে ছাইফুল ইসলাম, সদর উপজেলার তুলশি ঘাট গ্রামের মৃত ফজলে মামুনের ছেলে ছকু মিয়া, চকচকা গ্রামের মৃত আজিজুল হকের ছেলে আনারুল হক, কবিরের পাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে মজিবর রহমান, চাপাদহ গ্রামের আব্দুর রহমানের ছেলে নুরুল ইসলাম।

সদর উপজেলা থেকে আটককৃতরা হলেন- পার্বতীপুর গ্রামের রেজাইলের ছেল লাবলু মিয়া, সুন্দর জাহান মোড়গ্রামের মকবুল হোসেনের ছেলে হিরু মিয়া, রামচন্দ্রপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে সোহাগ মিয়া এবং রামচন্দ্রপুর গ্রামের আব্দুস সবুরের ছেলে আব্দুর রাজ্জাক।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।