নওগাঁ-৪ আসনের বিএনপি প্রার্থীর ভোট বর্জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৫:২৫ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮

নওগাঁ-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শামসুল আলম প্রামাণিক সংবাদ সম্মেলন করে ভোট বর্জন করেছেন। রোববার বিকেল সাড়ে ৩টায় উপজেলার দেলুয়াবাড়ী বাজারে তার বাসভবনে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তিনি।

শামসুল আলম প্রামাণিক বলেন, আমার নির্বাচনী এলাকা দখলে নিয়েছে প্রতিপক্ষ মহাজোটের নৌকা সমর্থক নেতাকর্মীরা। প্রতিটি কেন্দ্রে ভোটারদের ভোট প্রয়োগ করতে না দেয়া, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া হয়। সাধারণ ভোটারদের জানমালের নিরাপত্তা হুমকির মুখে পড়ায় ভোট বর্জন করেছি আমি। নির্বাচনের পূর্বে ৪০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ তালিকা তৈরি করে প্রশাসনের বিভিন্ন দফতরে পাঠানো হয়েছিল। প্রতিপক্ষ মহাজোটের নৌকা সমর্থক নেতাকর্মীরা এসব ভোটকেন্দ্র দখলে নেয়। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগিতা করা হয়নি।

নওগাঁ জেলা বিএনপির সভাপতি নাজমুল হক সনি বলেন, যারা ভোট বর্জন করেছেন তারা নিজ থেকেই করেছেন। কেন্দ্র থেকে এ বিষয়ে এখনো কোনো নির্দেশনা আসেনি।

উল্লেখ্য, এ আসন থেকে মহাজোটের নৌকা প্রতীকের প্রার্থী মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিকসহ ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

আব্বাস আলী/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।