পাবনার ৫টি আসনেই বিপুল ভোটে আ.লীগের জয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ১০:৪১ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার পাঁচটি আসনেই বেসরকারিভাবে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সবকটি আসনেই বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ক্ষমতাসীন দলের প্রার্থীরা।

এর মধ্যে পাবনা-১ আসনের ১২০টি কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট শামসুল হক টুকু (নৌকা মার্কা) পেয়েছেন ২ লাখ ৮২ হাজার ৯৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণফোরামের প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদ (ধানের শীষ) পেয়েছেন ১৫ হাজার ৩৯১ভোট।

পাবনা-২ আসনের ১০৩টি কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী আহমেদ ফিরোজ কবির (নৌকা মার্কা) পেয়েছেন ২ লাখ ৪২ হাজার ৩৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সেলিম রেজা হাবিব (ধানের শীষ) পেয়েছেন ৫ হাজার ৩৬৯ ভোট।

পাবনা-৩ আসনে ১৭১টি কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী মকবুল হোসেন (নৌকা মার্কা) পেয়েছেন ৩ লাখ ১ হাজার ৯৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী একেএম আনোয়ারুল ইসলাম (ধানের শীষ) পেয়েছেন ৫৬ হাজার ৮২০ ভোট।

পাবনা-৪ আসনে ১২৯টি কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী শামসুর রহমান শরীফ ডিলু (নৌকা মার্কা) পেয়েছেন ২ লাখ ৪৯ হাজার ৫৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব (ধানের শীষ) পেয়েছেন ৪৮ হাজার ৭৭৬ ভোট।

পাবনা-৫ আসনের ১৪৪টি কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী গোলাম ফারুক প্রিন্স (নৌকা মার্কা) পেয়েছেন ৩ লাখ ২১ হাজার ৪৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মাওলানা ইকবাল হুসাইন (ধানের শীষ) পেয়েছেন ১৫ হাজার ২৮৩ ভোট।

একে জামান/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।