কুষ্টিয়ার ৪ আসনেই নৌকার জয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০১:১০ এএম, ৩১ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক আসলাম হোসেন। চার আসনেই নৌকার প্রার্থীরা জয়ী হয়েছেন।

রোববার সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোট গ্রহণের পর সব কেন্দ্রের ভোট গণনা শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফল ঘোষণা করা হয়।

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের ১২৬ কেন্দ্রে সবগুলোর প্রাপ্ত ফল অনুযায়ী নৌকা প্রতীকে আ ক ম সারোয়ার জাহান বাদশা ২ লাখ ৭৭ হাজার ১শত ৭৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকে রেজা আহমেদ বাচ্চু মোল্লা পেয়েছেন ৩ হাজার ৪২০ ভোট।

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের ১৫৮ কেন্দ্রের সবগুলো থেকে পাওয়া ফল অনুযায়ী জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু নৌকা প্রতীকে ২ লাখ ৮২ হাজার ৬২২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী আহসান হাবিব লিংকন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৭৫১ ভোট।

কুষ্টিয়া-৩ (সদর) আসনের ১৩৪ কেন্দ্রের সবগুলো থেকে পাওয়া ফল অনুযায়ী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ নৌকা প্রতীকে ২ লাখ ৯৬ হাজার ৫৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন সরকার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৪ হাজর ৩৭৯ ভোট।

কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের ১৪৭ কেন্দ্রের সবগুলো থেকে পাওয়া ফল অনুযায়ী নৌকা প্রতীকে সেলিম আলতাফ জর্জ ২ লাখ ৭৮ হাজার ৮৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ মেহেদী আহমেদ রুমী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৩১৯ ভোট।

কুষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আসলাম হোসেন জানান, রোববার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। চারটি সংসদীয় আসন এলাকার ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং কর্মকর্তাদের সঙ্গে ৬ হাজার ৭৮০ জন আনসার সদস্য, ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ১ হাজার ৬৪৮ জন পুলিশ সদস্য, ১১৩ জন র‌্যাব সদস্য, ৫৫০ জন বিজিবি সদস্য এবং ৬৭০ জন সেনা সদস্য দায়িত্ব পালন করেন।

এমআরএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।