উড়ে এসে জামানত হারালেন সোলায়মান শেঠ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ১২:৫৮ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮

বন্দর নগরী চট্টগ্রাম থেকে উড়ে এসে নির্বাচন করে জামানত হারালেন জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত প্রার্থী সোলায়মান আলম শেঠ। ধনকুবের মো. সোলায়মান আলম শেঠের জামানত হারানোর বিষয়টি এখন ‘টক অব দি খাগড়াছড়ি’।

৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশ ভোট না পাওয়ায় জামানত হারিয়ে ভোটের মাঠে শেষ ‘চমক’ সৃষ্টি করেছেন কেন্দ্রীয় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মো. সোলায়মান আলম শেঠ।

পার্বত্য খাগড়াছড়ি আসনে ৩ লাখ ৫৭ হাজার ১৫৪ কাস্টিং ভোটের বিপরীতে মো. সোলায়মান আলম শেঠ পেয়েছেন ২ হাজার ৩৪০ ভোট। এ আসনে আওয়ামী লীগ থেকে কুজেন্দ্র লাল ত্রিপুরা ২ লাখ ৩৬ হাজার ১১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

এর আগেও ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো চট্টগ্রাম থেকে উড়ে এসে প্রায় ৬ হাজার ভোট পেয়ে জামানত হারিয়েছিলেন জাতীয় পার্টির এ নেতা।

মুজিবুর রহমান ভুইয়া/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।