বিএনপি পাকিস্তানের আইএসআই দ্বারা নিয়ন্ত্রিত : হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, জিয়া পরিবারের হাতে রাজনীতি থাকলে সে রাজনীতিতে সফলতা আসবে না। কারণ জিয়াউর রহমান পাকিস্তানের এজেন্ট হিসেবে বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত ছিলেন। পরবর্তী সময়ে বিএনপি নামে যে রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়েছে সেটাও পাকিস্তানের আইএসআই দ্বারা নিয়ন্ত্রিত। তাই পাকিস্তানের কোনো এজেন্টদের বাংলাদেশে রাজনীতি করার সুযোগ থাকতে পারে না।
মঙ্গলবার সকালে কুষ্টিয়া গার্লস স্কুলে বই উৎসবে যোগ দিয়ে ছাত্রীদের হাতে নতুন বই তুলে দিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
হানিফ আরও বলেন, বিএনপি জনগণের কাছে ভোট প্রত্যাশা করার কোনো যুক্তি নেই। একটি রাজনৈতিক দল দেশের জন্য বা জনগণের জন্য কিছু করলে তবেই তারা ভোট চাইতে পারে। বিএনপি জনগণের জন্য এমন কোনো কাজ করে নাই যার জন্য তাদের ভোট চাওয়ার মুখ আছে। সেজন্য দুর্নীতিবাজদের জনগণ প্রত্যাখ্যান করেছে।
এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
আল-মামুন সাগর/আরএআর/এমকেএইচ