ভাই হত্যায় ভাইয়ের আমৃত্যু কারাবাস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৭:১২ পিএম, ০৮ জানুয়ারি ২০১৯

মেহেরপুরের গাংনী উপজেলায় বড় ভাই গিয়াস উদ্দীন হত্যা মামলায় ছোট ভাই ছেফাতুল্লাহকে (৬২) আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই ঘটনায় ছেফাতুল্লাহর স্ত্রী মর্জিনা খাতুন এবং ছেলে এহসানুল হক বাবুকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। মঙ্গলবার বিকেলে জেলা জজ আদালতের বিচারক গাজী রহমান এ দণ্ডাদেশ দেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১০ সালের ৮ এপ্রিল উপজেলার মোহাম্মদপুর গ্রামে বাঁশ কাটা ও পারিবারিক কলহের জের ধরে বড় ভাই গিয়াস ও ছোট ভাই ছেফাতুল্লাহর বাগবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে গিয়াসকে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে হত্যা করে ছেফাতুল্লাহ, তার স্ত্রী মর্জিনা খাতুন ও ছেলে এহসানুল হক। এ ঘটনার পরের দিন গিয়াসের স্ত্রী রাহেলা বেগম বাদী হয়ে গাংনী থানায় হত্যা মামলা করেন।

মামলার পর তিনজনকে গ্রেফতার করা হয়। ওই বছরের ২ আগস্ট আদালতে চার্জশিট দেন পুলিশের এসআই মুরাদুল। মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা জজ আদালতে একজনকে আমৃত্যু কারাবাস ও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। এ মামলায় ১১ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

সরকার পক্ষের আইনজীবী ছিলেন জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন একরামুল হক হীরা।

আসিফ ইকবাল/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।