ঘরে স্ত্রীর মরদেহ, স্বামী পলাতক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০২:৫০ পিএম, ০৯ জানুয়ারি ২০১৯

মেহেরপুরের গাংনী উপজেলার ধর্মচাকী গ্রামে শাহানাজ খাতুন (৩০) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামী কামাল হোসেন পলাতক রয়েছেন।

নিহত শাহানাজ ধর্মচাকী গ্রামের কামাল হোসেনের স্ত্রী ও মেহেরপুর সদর উপজেলার খোকশা গ্রামের মোজাল শেখের মেয়ে।

বুধবার সকাল ৯টার দিকে স্থানীয় হিন্দা ক্যাম্পের পুলিশ সদস্যরা নিজ ঘরের খাটের উপর থেকে শাহানাজ খাতুনের মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, শাহানাজ খাতুনের স্বামী কামাল হোসেন কয়েক মাস আগে দ্বিতীয় বিয়ে করেছেন। এনিয়ে প্রথম স্ত্রী শাহানাজ ও কামালের প্রায়ই ঝগড়া হচ্ছিল। এ কারণে কামাল তার প্রথম স্ত্রী শাহানাজকে শ্বাসরোধে হত্যা করে থাকতে পারে। শাহানাজের গলায় আঘাতের দাগ রয়েছে।

গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার (পিপিএম) জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ বলা সম্ভব হবে। তবে শরীরে আঘাতের দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

আসিফ ইকবাল/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।