নিখোঁজের পর জঙ্গলে মিলল লাশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ১৭ জানুয়ারি ২০১৯

খাগড়াছড়িতে নিখোঁজের দুইদিন পর মো. আব্দুল মান্নান (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। জেলার পানছড়ির মধ্যনগর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তবে কিভাবে তিনি নিহত হয়েছেন এ বিষয়ে কিছুই জানাতে পারেনি পুলিশ। নিহত মো. আব্দুল মান্নান পানছড়ির মধ্যনগর এলাকার নৈয়ম উদ্দিনের ছেলে। তিনি পাঁচ সন্তানের জনক।

নিহত মো. আব্দুল মান্নানের মেয়ে মিনারা বেগম বলেন, মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে গেলে আর ফিরে আসেনি বাবা। বৃহস্পতিবার দুপুরে মধ্যনগর এলাকার খাদিজা বেগম গরুর জন্য ঘাস কাটতে গিয়ে দুধছড়ি জঙ্গলে বাবার মরদেহ দেখে আমাদের খবর দেয়।

পানছড়ি থানা পুলিশের ওসি মো. নুরুল আলম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মান্নানের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মুজিবুর রহমান ভুইয়া/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।