রামগড়ে নবজাতকের বস্তাভর্তি মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০১:০৭ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০১৯
প্রতীকী ছবি

পার্বত্য খাগড়াছড়ির রামগড়ে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে রামগড় পৌরসভার উত্তর গর্জনতলী এলাকা থেকে লাল কাপড়ে মোড়ানো মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় শ্রমিকরা ওই এলাকায় মাটির কাজ করতে গেলে বস্তায় ভর্তি আংশিক মাটিচাপা দেয়া নবজাতকের মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে রামগড় থানা পুলিশ সেটি উদ্ধার করে।

রামগড় থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম জানান, মরদেহটি মাটি চাপা দেয়ার চেষ্টা করা হয়। তবে অবস্থা দেখে মনে হচ্ছে অবৈধ গর্ভপাত ঘটানো হয়েছে। তদন্ত করে অপরাধীকে আইনের আওতায় আনা হবে।

মুজিবুর রহমান ভুইয়া/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।