পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ১২:২৫ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০১৯
ফাইল ছবি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত আসাদুল ইসলাম (৩০) গরু ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।

শনিবার ভোরে পাটগ্রামের ম্যাচেরঘাট সীমান্তের ৮০৩নং মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। আসাদুল ইসলাম উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর এলাকার নাউয়ার ভিটা গ্রামের কাদমার ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, বাংলাদেশি একটি চোরাকারবারি দল উপজেলার বাউরা ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া সানিয়াজান নদীর ভারতীয় অংশে কাঁটাতারের এলাকায় গরু পারাপার করতে গেলে ভারতের কুচলিবাড়ি ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে। এ সময় অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও আসাদুল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

বিএসএফ ঘটনাস্থল থেকে ৮টি গরু উদ্ধার করে। পরে উদ্ধারকৃত গরু ও আসাদুলের মরদেহ নিয়ে যায় তারা।

রংপুর ৫১ বিজিবির লে. কর্নেল মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ওই বাংলাদেশির মরদেহ ফেরতের জন্য বিএসএফকে পত্র দেয়া হয়েছে।

রবিউল হাসান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।