আওয়ামী লীগ নেতার সঙ্গে প্রতারণা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৯:১৭ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৯

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও গজনাইপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবুল খায়ের গোলাপের নাম যুদ্ধাপরাধী মামলা থেকে বাদ দেয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে।

নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমিন রাসেল এমন প্রতারণা করেছেন। এ নিয়ে শনিবার রাতে উমেদগঞ্জ বাজারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

গজনাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কুদ্দুছ মিয়ার সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা আব্দুল কাইয়ূম সেলিমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- আবুল খায়ের গোলাপের বড় বোন মনোয়ারা বেগম, ছোট বোন আনোয়ারা বেগম ও তার স্ত্রী মিনারা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এতে বক্তারা বলেন, সাবেক চেয়ারম্যান মো. শাহনেওয়াজ ও তার ছেলে নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমিন রাসেল যুদ্ধাপরাধী মামলা থেকে আবুল খায়ের গোলাপের নাম বাদ দেয়ার প্রতিশ্রুতি দিয়ে তার স্ত্রী ও বোনদের কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা হাতিয়ে নেন। সহজ সরল তিন নারী নিজের স্বজনকে রক্ষা করতে এত টাকা দিয়েছেন। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।