ওয়াজ মাহফিলের চাঁদা তোলা নিয়ে সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ১১:২৪ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৯

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পৈলারকান্দি গ্রামে ওয়াজ মাহফিলের চাঁদা উত্তোলনকে কেন্দ্র দু’পক্ষের সংঘর্ষে ওমর আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে। নিহত ওমর আলী ওই গ্রামের রাজা মিয়ার ছেলে।

এলাকাবাসী জানায়, পৈলারকান্দি গ্রামে ওয়াজ মাহফিল আয়োজনের উদ্যোগ নেন গ্রামের যুবকরা। ওয়াজ সম্পন্ন করার জন্য বাড়ি বাড়ি গিয়ে তারা চাঁদা উত্তোলন করেন। শুক্রবার বিকেলে ওমর আলীর কাছে একই গ্রামের লিটন মিয়া চাঁদা উত্তোলন করতে যান। এ নিয়ে লিটন মিয়ার সঙ্গে ওমর আলীর কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

এ খবর দু’পক্ষের লোকজনের মাঝে ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় পক্ষের উল্লেখিত সংখ্যক লোক আহত হন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক ওমর আলীকে মৃত ঘোষণা করেন।

বানিয়াচং থানার ওসি রাশেদ মোবারক জানান, এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ ওবায়দুর রহমান তালকুদার নামে একজনকে আটক করেছে।

অপরদিকে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান জানান, সাংবাদিকদের উপর হামলা করায় পুলিশ জয় আহমেদ নামে এক যুবককে আটক করেছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।