দ্বিতীয় দফায় অপারেশন হচ্ছে না আছিবের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৭:৫৭ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৯

বাগেরহাটে ব্রেন টিউমারে আক্রান্ত আছিব শিকদারকে (১৬) বাঁচাতে দ্বিতীয় দফায় অপারেশনের জন্য অর্থের প্রয়োজন। পেশায় দর্জি বাবা টাকার অভাবে ছেলের অপারেশন করাতে পারছেন না। ফলে আছিব শিকদারের জীবন ক্রমেই সংকটাপন্ন হচ্ছে। আছিব শিকদার বাগেরহাট শহরের খারদ্বার মল্লিক বাড়ি মোড় এলাকার নাসিম শিকদারের ছেলে।

নাসিম শিকদার জানান, একমাত্র সন্তান আছিব শিকদার বাগেরহাট কলেজিয়েট স্কুলে সপ্তম শ্রেণিতে থাকা অবস্থায় ২০১৫ সালে বিদ্যালয়ে গিয়ে মাথা ঘুরে পড়ে অজ্ঞান হয়ে যায়। স্থানীয়ভাবে চিকিৎসা করিয়ে ব্যর্থ হয়ে ঢাকার একটি চক্ষু হাসপাতালের ডাক্তারদের পরামর্শে তাকে সিটি স্ক্যান করা হয়। ওই পরীক্ষার মাধ্যমে জানা যায় আছিব শিকদার ব্রেন টিউমারে আক্রান্ত। পরে চিকিৎসকদের পরামর্শে অনেকের সহায়তায় ২০১৬ সালে ভারতের ব্যাঙ্গালুরের একটি হাসপাতালে তার মাথায় অপারেশন করা হয়।

সফল অপারেশনের পর চিকিৎসকরা জানান, পুরোপুরি সুস্থ হতে দুই বছর পর আবারও একটি ছোট অপারেশন করাতে হবে।

চিকিৎসকদের দেয়া সেই সময় ইতোমধ্যে চার মাস গত হয়েছে। ফলে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। একমাত্র সন্তানকে বাঁচাতে নাসিম শিকদার সমাজের বৃত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

কারও সহযোগিতা করার আগ্রহ থাকলে যোগাযোগ করতে পারেন নাসিম শিকদারের ০১৮৩৩৭৭০৫১৮ সঙ্গে।

শওকত আলী বাবু/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।