পরিচয় মিলেছে লালমনিরহাটে নিহত ৫ জনের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৩:০৭ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৯

লালমনিরহাট সদর উপজেলার কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের বড়বাড়ি এলাকায় বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত পাঁচজনের পরিচয় মিলেছে।

মঙ্গলবার রাত ১০টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ইজিবাইক যাত্রী দুইজন নারী, দুইজন পুরুষ ও একজন শিশু।

নিহতরা হলেন- কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বোর্ডেরহাট তালতলা গ্রামের মুক্তিযোদ্ধা জমশের আলী বেপারীর ছেলে মাহাবুবার রহমান (২৮), একই উপজেলার মন্দিসের খামার গ্রামের আছমত আলীর ছেলে আশিক বাবু (১০), ভুরুঙ্গামারী উপজেলার নলেয়া এলাকার মৃত নায়েম আলী মণ্ডলের ছেলে আক্কেল আলী (৪০), কুড়িগ্রাম সদর উপজেলার শিবরাম কুমারপাড়া এলাকার মৃত মোকসেদ আলীর স্ত্রী শাবানা বেগম (৪০) ও একই এলাকার ছতরপুর বান্দেরপাড়ার নজরুল ইসলামের মেয়ে শারমিন খাতুন (৯)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে বড়বাড়ি বাজার এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কুড়িগ্রামগামী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন ও কুড়িগ্রাম সদর হাসপাতালে দুইজন মারা যান।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিচয় শনাক্ত করে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রবিউল হাসান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।