লালমনিরহাট পুলিশের ক্ষুদে বার্তা চালু


প্রকাশিত: ১০:০০ এএম, ২৭ আগস্ট ২০১৫

লালমনিরহাটে ইভটিজিং, বাল্য বিয়ে, শিশু ও নারী নির্যাতন রোধে ক্ষুদে বার্তা কর্মসূচি চালু করেছে পুলিশ প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে হাতীবান্ধা আলিমুদ্দিন ডিগ্রি কলেজে ছাত্র-ছাত্রীদের সঙ্গে মতবিনিময় সভায় এ ক্ষুদে বার্তা কর্মসূচি চালু করেন জেলা পুলিশ সুপার টি এম মোজাহেদুল ইসলাম।

ওই মত বিনিময় সভায় ইভটিজিং, বাল্য বিয়ে, শিশু ও নারী নিযার্তন কোনো ঘটনা থাকলে যে কেউ মোবাইল ম্যাসেজে গিয়ে ৩৭৩ লিখে পুলিশ বিভাগের মোবাইল নম্বরগুলোতে পাঠাতে বলা হয়। পরে পুলিশ বিভাগের পক্ষ থেকে ওই মোবাইল নম্বরের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার সমিউল আলম, হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন সরকার ও আলিমুদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ সারওয়ার হায়াত খান প্রমুখ।

রবিউল হাসান/এমজেড/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।