জয়পুরহাটে নৈশপ্রহরী হত্যায় ৩ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৯

জয়পুরহাটে ছয় বছর আগে এক নৈশপ্রহরীকে হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম মমতাজ পারভীন এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- ক্ষেতলাল উপজেলার হিন্দা কসবা গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে দিলবর হোসেন, আসাদ হোসেনের ছেলে মোশাররফ হোসেন ও কসের আলীর ছেলে সিদ্দিক হোসেন।

মামলার বিবরণে জানা হয়, হিন্দা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে গোলম রব্বানী শনিপুকুর এলাকার মাঠে কৃষি সেচ যন্ত্রের নৈশপ্রহরী ছিলেন। ২০১৩ সালের ৩ জুলাই রাতে পূর্ব শত্রুতার জেরে আসামিরা রব্বানীকে গলা কেটে হত্যা করেন। ঘটনার পরদিন নিহতের বাবা বাদী হয়ে ক্ষেতলাল থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ওই বছরের অক্টোবরে পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচার শুরু হয়। দীর্ঘ শুনানি শেষে আজ মামলার রায় দেন বিচারক।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি ও আসামিপক্ষের আইনজীবী ছিলেন এইএম খলিলুর রহমান।

রাশেদুজ্জামান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।