মহিষ দেখতে গিয়ে বজ্রপাতে মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০১:০৩ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯

ফেনীর সোনাগাজীতে বজ্রপাতে আফছার হোসেন মিলন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চরচান্দিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আফছার হোসেন মিলন দক্ষিন চরচান্দিয়া গ্রামের আছান মিয়ার ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকালে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে আফছার মহিষের খামারে মহিষ গুলোকে দেখতে যান। এ সময় তিনি বজ্রপাতের শিকার হন। স্থানীয়রা প্রথমে তাকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করলে সেখানে তার মৃত্যু হয়।

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক ডা. নুরুল আলম বলেন, আশঙ্কাজনক অবস্থায় আফছার হোসেনকে আমরা উন্নত চিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতালে প্রেরণ করি। সেখানে তার মৃত্যু হয়েছে বলে স্বজনদের কাছ থেকে জেনেছি।

রাশেদুল হাসান/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।