পটুয়াখালীতে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০২:৫৬ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯

পটুয়াখালীর রাঙ্গাবালীতে নাসির মাতুব্বর হত্যা মামলার জাফর প্যাদা (৫৫) নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে পটুয়াখালী বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. শহীদুল্লাহ্ এ রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ৩১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাঙ্গাবালীর চতলাখালী দিয়ে যাচ্ছিলেন নাসির। এ সময় জাফর তাকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নাসিরের ভাই বজলুর রহমান মাতুব্বর বাদী হয়ে রাঙ্গাবালী থানায় একটি মামলা দায়ের করেন। পরে দীর্ঘ তদন্ত শেষে ২০০৮ সালের ১ জানুয়ারি রাঙ্গাবালী থানার এসআই মো. মজিবুর রহমান আদালতে চার্জশিট দাখিল করেন। পরে ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে জাফর প্যাদা আদালতে দোষী প্রমাণিত হওয়ায় আজ আদালত এই রায় দেন।

রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আরিফুল হক টিটু এবং আসামিপক্ষে অ্যাডভোকেট সংকর লাল কর্মকার মামলাটি পরিচালনা করেন।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।