১৪শ মণ ধান নিয়ে ডুবে গেল ট্রলার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ১০:০২ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ১৪শ মণ ধানসহ একটি ট্রলার ডুবে গেছে। মঙ্গলবার বিকেল ৫টায় আগুনমুখা নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৪টায় উপজেলার কোড়ালিয়া খেয়াঘাট থেকে ১৪শ মণ ধান নিয়ে ‘মা ফাতেমা’ নামক একটি ট্রলার বাগেরহাটের উদ্দেশে রওনা হয়। বিকেল ৫টায় প্রচণ্ড ঢেউয়ের তোড়ে আগুনমুখা নদীতে ধানবোঝাই ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে থাকা মাঝিসহ দুই ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

ধান ব্যবসায়ী মো. রুস্তম আলী ফকির জানান, প্রচণ্ড ঢেউয়ের কারণে ট্রলারটি উদ্ধারের কাজও করা যাচ্ছে না। বুধবার উদ্ধার কাজ করা হবে।

রাঙ্গাবালী কোস্টগার্ড কন্টিজেন্ট (সিপিও) মো. আবদুল আলিম জানান, বিকেল ৫টায় প্রচণ্ড ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায়। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রলারটি অর্ধেক চরে ও অর্ধেক পানিতে ঢুবে আছে। বর্তমানে তাদের একটি দল ঘটনাস্থলে রয়েছে।

মহিব্বিুল্লাহ্ চৌধুরী/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।