কালীগঞ্জে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৯:১৯ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯

শান্তিপূর্ণ পরিবেশে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র পদে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৯টি কেন্দ্রে ভোটগ্রহণের জন্য সকল কার্যক্রম সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

কালীগঞ্জ নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এবার পৌরসভার ৩৮ হাজার ৫৮৮ জন ভোটার পৌর পিতা নির্বাচনের জন্য ভোট প্রদান করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১৯ হাজার ২৫১ জন এবং নারী ভোটার ১৯ হাজার ৩৩৭ জন।

পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান জানান, পৌরসভার উপ নির্বাচনে ৯টি ভ্রাম্যমাণ আদালতে ৯ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

আব্দুল্লাহ আল মাসুদ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।