৫ উপজেলায় ৫২ জন প্রার্থী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৮:০৮ পিএম, ০৪ মার্চ ২০১৯

চতুর্থধাপের আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বরগুনার ছয়টি উপজেলার মধ্যে তালতলী উপজেলা ছাড়া বাকি পাঁচটি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ মার্চ।

এই নির্বাচন উপলক্ষে সোমবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিনে উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য বরগুনায় মোট ৫২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এর মধ্যে বরগুনা সদর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন চারজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে তিনজন।

পাশাপাশি বামনা উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন দুইজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে তিনজন। পাথরঘাটা উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনজন, ভাইস চেয়ারম্যান পদে সাতজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে দুইজন।

এদিকে, বেতাগী উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে তিনজন।

এছাড়া আমতলী উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন চারজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে তিনজন।

বরগুনার উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহবুব আলম বলেন, বরগুনার পাঁচটি উপজেলা পরিষদ নির্বাচনে ১৫টি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ৫২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ছয় ফেব্রুয়ারি তাদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

মো. সাইফুল ইসলাম মিরাজ/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।