ধাক্কা দিয়ে ফেলার পর চাপাও দিল বাস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ১২:৪৪ পিএম, ০৭ মার্চ ২০১৯

মেহেরপুরের গাংনী শহরের মহিলা কলেজ মোড়ে বাসচাপায় ভাংড়ি ব্যবসায়ী সামসুল ইসলাম (৫০) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সামসুল ইসলাম গাংনী মহিলা কলেজ পাড়ার মৃত খেদের আলীর ছেলে।

গাংনী থানা পুলিশের ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, সামসুল ইসলাম বাড়ি থেকে গাংনী শহরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। মহিলা কলেজ মোড়ে রাস্তা পার হওয়ার সময় মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রিবাহী বাস তাকে ধাক্কা দেয়। এ সময় সামসুল ইসলাম পড়ে গেলে তাকে চাপা দিয়ে বাসটি পালিয়ে যায়। রক্তাক্ত জখম অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ দায়েরের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া বাসটিকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

আসিফ ইকবাল/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।