মেয়ের পরিবর্তে হাজিরা দিতে গিয়ে শ্রীঘরে সৎমা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৬:১৩ পিএম, ০৭ মার্চ ২০১৯

শেরপুরে সৎমেয়ের পরিবর্তে আদালতে হাজিরা দেয়ায় সালেহা বেগম (৫০) নামে এক নারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে। এ সময় সালেহা বেগমকে সহযোগিতা করায় শাজাহান আলী (৪০) নামে এক ব্যক্তিকেও কারাগারে পাঠানোর আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপমা রায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি নকলা উপজেলার ধনাকুশা গ্রামের মৃত খন্দকার নওজেশ আলীর ছেলে আবুল হাসেম বাদী হয়ে একই গ্রামের মৃত আবেদ আলীর ছেলে শাজাহান আলীসহ আটজনকে বিবাদী করে ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭ ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেন। আদালত সকল বিবাদীকে ৭ মার্চ হাজির হয়ে কারণ দর্শানোর আদেশ দেন।

এ আদেশের নোটিশ পেয়ে বৃহস্পতিবার দুপুরে সকল বিবাদীর পক্ষে কারণ দর্শানোর জবাব দাখিল করে অব্যাহতির আবেদন জানানো হয়। বাদীপক্ষ ৭নং বিবাদী মৃত জামাল মিয়ার মেয়ে মোছা. জামেলা খাতুনের (৩০) পরিবর্তে তার সৎমা সালেহা বেগম ভুয়া হাজিরা দিয়েছেন মর্মে আদালতকে অবহিত করলে জিজ্ঞাসাবাদে তার সত্যতা প্রমাণিত হয়। এরপর আদালত মেয়ের পক্ষে ভুয়া হাজিরা দেয়ায় সালেহা বেগমসহ মূল বিবাদী শাজাহান আলীকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই সঙ্গে আদালত অন্যান্য বিবাদীদের অব্যাহতি দিয়ে মামলার পরবর্তী তারিখ ১৪ মার্চ নির্ধারণ করে অনুপস্থিত বিবাদী জামেলা খাতুনের প্রতি প্রসিডিংয়ের আদেশ দেন।

এ ব্যাপারে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইয়াসমিন আক্তার জানান, মেয়ের পরিবর্তে মা হাজিরা দেয়ায় এবং ওই কাজে সহায়তা করায় আদালত দুইজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এখন সংশ্লিষ্টরা অনেকটাই সতর্ক হবেন।

তবে বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেন, নোটিশ মোতাবেক সকল বিবাদীই স্ব-স্ব পরিচয়ে হাজির হওয়ায় তাদের দেয়া তথ্য মোতাবেকই তাদেরকে আদালতে উপস্থাপন করা হয়েছে। তাদের মধ্যে কেউ ভুয়া ছিল কি-না সেটি আমার বা সহকারীর দৃষ্টিতে আসেনি।

হাকিম বাবুল/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।