ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০১:১৯ পিএম, ০৯ মার্চ ২০১৯

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে আহত এমদাদুল হকের (৫৫) মৃত্যু হয়েছে।

শুক্রবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত এমদাদুল হক আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের রজবপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, এমদাদুলের সঙ্গে বসতবাড়ির জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল জামিনুর রহমান ও জামাল হোসেনের। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার বৈঠক হলেও জামিনুর রহমান তা অমান্য করে আসছিলেন। এ ঘটনার জেরে গত শনিবার (২ মার্চ) সকালে জামিনুর রহমান ও তার ভাই জামাল হোসেন মিলে চাচা এমদাদুল হককে তার বাড়িতে গিয়ে লাঠি দিয়ে বেদম মারধর করেন। পরে আহত অবস্থায় স্থানীরা উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মারা যান এমদাদুল হক।

আদিতমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা ঘটনা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

রবিউল হাসান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।