স্কুলে পরিচালনা পর্ষদের সভাপতির তালা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কুয়াকাটা (পটুয়াখালী)
প্রকাশিত: ০৯:১৯ এএম, ১৪ মার্চ ২০১৯

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের মৌলভীতবক বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি সুলতান আহমেদ। অনির্দিষ্টকালের জন্য বিদ্যালয় বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

বুধবার সকালে সভাপতির এমন কাণ্ডে হতবাক হয়েছেন অভিভাবকসহ এলাকাবাসী। শিক্ষক নিয়োগ নিয়ে অসন্তোষের জের ধরে সভাপতি এমন কাণ্ড করেছেন বলে জানিয়েছেন অভিভাবক ও শিক্ষকরা। তারা জানান, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে অবহিত করা হয়েছে।

জানা গেছে, সকালে বিদ্যালয়ে গিয়ে দেখা যায় ছয়টি কক্ষেই তালা লাগানো। এ সময় অধিকাংশ শিক্ষার্থী বাড়ি ফিরে গেলেও কিছু শিক্ষার্থী বইপত্র হাতে নিয়ে স্কুলের বারান্দায় ঘোরাঘুরি করে।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য আলমগীর হাওলাদার জানান, সভাপতি সুলতান আহমেদ বুধবার সকালে এসে সকল রুমে তালা লাগিয়ে দিয়েছেন। বলেছেন স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

তবে সভাপতি সুলতান আহমেদ বিষয়টি অস্বীকার করে বলেন, বিদ্যালয়ের দু’জন শিক্ষিকা দীর্ঘদিন ধরে অনুপস্থিত রয়েছেন। এতে পাঠদান ব্যহত হচ্ছে। এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।

কলাপাড়া উপজেলা প্রাথমকি শিক্ষা অফিসার জালাল আহমেদ জানান, অভিযোগ পেয়েছি। উপজেলা নির্বাহী অফিসার সরেজমিনে তদন্তের নির্দেশ দিয়েছেন। শিক্ষা সপ্তাহ নিয়ে ব্যস্ত রয়েছি। অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কাজী সাঈদ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।