হাসপাতালে না থাকায় ১৪ চিকিৎসককে নোটিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৪:০২ এএম, ১৫ মার্চ ২০১৯

ঝিনাইদহ সদর হাসপাতালে সঠিক সময়ে উপস্থিত না হওয়া ও নির্ধারিত সময়ের আগেই হাসপাতাল ত্যাগ করায় ১৪ চিকিৎসককে শোকজ করা হয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ছুটিতে থাকায় তার পক্ষে সিভিল সার্জন ডা. রাশেদা সুলতানা এ-সংক্রান্ত চিঠিতে বৃহস্পতিবার বিকেলে স্বাক্ষর করেন। শোকজ নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে চিকিৎসকদের জবাব দিতে বলা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেন ঝিনাইদহ সদর হাসপাতালের প্রধান সহকারী মো. মশিউর রহমান।

হাসপাতাল সূত্র জানা যায়, চিকিৎসকরা সঠিক সময়ে হাসপাতালে উপস্থিত না হওয়া ও নির্ধারিত সময়ের আগেই হাসপাতাল ত্যাগ করার কারণে এসব চিকিৎসককে বিরুদ্ধে শোকজ নোটিশ দেয়া হয়।

শোকজ প্রাপ্তরা হলেন- সিনিয়র কনসালট্যান্ট আ স ম আব্দুর রহমান (অজ্ঞান), নাক কান গলা বিশেষজ্ঞ রাশেদ আলী মোড়ল, হৃদরোগ বিশেষজ্ঞ গোলাম রব্বানী, হাড় জোড় বিশেষজ্ঞ গাজী আহসান উল মুনীর ও তারিখ আক্তার খান, গাইনি বিশেষজ্ঞ চলন্তিকা রানী, শিশু বিশেষজ্ঞ আনোলারুল ইসলাম, দন্ত বিশেষজ্ঞ ওমর খৈয়াম, হাড় জোড় বিশেষজ্ঞ ডা. শাহ আলম প্রিন্স, মেডিকেল অফিসার শাহিন ঢালী, ফাল্গুনী রানী, ইমামুল হক ও হুমায়ন শাহেদ। এর মধ্যে ডা. হুমায়ন শাহেদ কেবল বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে শোকজ চিঠি পেয়েছেন।

রোগীদের অভিযোগ, প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত অফিস সময় হলেও ঝিনাইদহ সদর হাসপাতালের বেশির ভাগ চিকিৎসক যথাসময়ে হাসপাতালে উপস্থিত হন না। অনেক সময় দুপুর হলেই চিকিৎসকরা প্রাইভেট প্র্যাকটিসের জন্য ক্লিনিকে অথবা বাড়ির পথ ধরেন।

এছাড়া হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের রাতের বেলা রাউন্ড দেয়ার বিধান থাকলেও মেডিসিন, সার্জারি ও হৃদরোগের চিকিৎসকরা রাউন্ড দেন না। তবে তারা অনকলে ডিউটি করেন বলে স্বীকার করেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অপূর্ব কুমার।

তিনি বলেন, চিকিৎসকদের বিরুদ্ধে ঢালাও অভিযোগ ঠিক নয়। বিশেষজ্ঞ চিকিৎসদের মধ্যে কয়েকটি বিভাগ বাদে সবাই রাতে রাউন্ড দেন। তবে মেডিসিন ও সার্জারি চিকিৎসক অনকলে আসেন।

ঝিনাইদহ সিভিল সার্জন ডা. রাশেদা সুলতানা শোকজের বিষয়টি নিশ্চিত করে জানান, যথাসময়ে কর্মস্থলে উপস্থিত না হওয়া ও নির্ধারিত সময়ের আগেই হাসপাতাল ত্যাগ করার কারণে ১৪ জন চিকিৎসকদের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয়েছে।

আব্দুল্লাহ আল মাসুদ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।