নির্বাচন নিয়ে দু’গ্রুপের গোলাগুলি, যুবক গুলিবিদ্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৯:১৩ এএম, ১৯ মার্চ ২০১৯

মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বিজয়ী ও পরাজিত ভাইস চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মাথায় গুলিবিদ্ধ হয়েছেন শাকিল আহমদ (২০) নামে এক যুবক। একই ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। সোমবার রাত ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জুড়ী উপজেলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী জুয়েল আহমদ ও রিংকু দাস সমর্থকদের মধ্যে নির্বাচন নিয়ে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে শাকিল গুলিবিদ্ধ হন। পরে মুমূর্ষু অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ।

মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আবু ইউছুফ জানান, জুড়ী উপজেলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী জুয়েল আহমদ ও রিংকু দাস সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় এক যুবকের মাথায় গুলি লেগেছে।

রিপন দে/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।