রাজনীতিতে শত মত, শত পথ থাকতে পারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৭:১০ পিএম, ২৪ মার্চ ২০১৯

মৌলভীবাজার ২ আসনের এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ বলেছেন, রাজনীতিতে শত মত, শত পথ থাকতে পারে। দলমতের পার্থক্য থাকতে পারে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যার যার মত প্রকাশ করবে। কিন্তু জয়বাংলা ও জাতির জনকের বিষয়ে কোনো আপোস নাই। সাংবিধানিকভাবে বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান সেটাও অস্বীকার করার সুযোগ নেই।

সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার পর এই প্রথম নিজ নির্বাচনী এলাকায় এসে ইয়াকুব তাজুল মহিলা বিদ্যালয় অ্যান্ড কলেজের মিলাদ মাহফিলে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে ডাকসুর সাবেক এ ভিপি বলেন, ভারতের মহাত্মা গান্ধী জাতির পিতা, ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী ব্যক্তিদের একজন, চায়নার মাও সেতুং জাতির পিতা, চীনা বিপ্লবী মার্কসবাদী তাত্ত্বিক ও রাজনৈতিক নেতা তেমনি বাংলাদেশের বেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জয় বাংলা বাদ দিয়ে বাংলাদেশ কল্পনা করা যাবে না।

জাতীয় নির্বাচন চলাকালীন অবস্থায় যা হয়েছে সেই সব ভুলে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কুলাউড়ার মানুষ শত প্রতিকূলতার মাঝেও দল মতের ঊর্ধ্বে উঠে আমাকে নির্বাচিত করেছেন। তারা চান দীর্ঘদিনের অবহেলিত কুলাউড়ার উন্নয়ন। তাই আমি কথা দিচ্ছি আপনাদের সবাইকে নিয়ে একটি মডেল কুলাউড়া উপজেলা উপহার দেয়ার। কারণ কুলাউড়ার উন্নয়ন প্রশ্নে কোনো আপোস নয়। আপনারা ভোট দিয়েছেন বলেই ১৮ বছর পর এমপি হিসেবে আমি উপস্থিত হয়েছি। দেশের কল্যাণ, মানুষের কল্যাণে, কুলাউড়ার কল্যাণে ও বৃহত্তম সিলেটের কল্যাণে আমার ভূমিকা সরব থাকবে।

কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রউফের সঞ্চালনায় কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক এমপি আব্দুল মতিন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। মিলাদ ও দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা আহসান উদ্দিন আহমদ। 

রিপন দে/আরএআর/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।