ট্রেনের জন্য অপেক্ষা, আসা মাত্রই ঝাঁপ
ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ রেল স্টেশনে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন। তার মৃত্যুতে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ ছিল। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের নিচে ওই বৃদ্ধা ঝাঁপ দেন।
মোবারকগঞ্জ রেল স্টেশন মাস্টার নজরুল ইসলাম জানান, ওই নারী বেশ কিছুক্ষণ ধরে স্টেশন এলাকায় ঘোরাঘুরি করছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি স্টেশন ইয়ার্ডে পৌঁছানো মাত্রই তিনি ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে তার মাথা ও হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তার পরনে একটি রঙিন শাড়ি ও কালো রঙের বোরকা ছিল। বৃদ্ধার মৃত্যুতে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকলেও এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
আব্দুল্লাহ আল মাসুদ/আরএআর/এমকেএইচ