আক্কাচের দোকানে ১০ হাজার কেজি ভারতীয় চা-পাতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৯:১২ পিএম, ২৮ মার্চ ২০১৯

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় একটি চা-পাতা বিক্রির দোকান সিলগালা করেছে বিজিবি ও পুলিশ। ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় চা-পাতা এনে বিক্রি করায় এ প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ পৌর শহরের নিশ্চিন্তপুর ফুড গোডাউন পাড়ার ব্যবসায়ী আক্কাচ আলীর বাড়িতে অভিযান চালায় বিজিবি ও পুলিশ। তার দোকানে প্রায় ১০ হাজার কেজি চা-পাতা পাওয়া যায়। ১৫ বছর ধরে এ ব্যবসা করে আসছেন আক্কাচ আলী।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল ইমাম হাসান বলেন, আমরা বেশ কিছুদিন আগে থেকে খবর পাচ্ছি আক্কাচ আলী নামে একজন ব্যবসায়ী ভারত থেকে অবৈধভাবে চা-পাতা এনে বাংলাদেশের বাজারে বিক্রি করছেন। এছাড়া সরকারের ট্যাক্স ফাঁকি দিয়ে তিনি এ ব্যবসা করে আসছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের সহযোগিতায় তার দোকানে অভিযান চালিয়ে ১০ হাজার কেজি চা-পাতা উদ্ধার করা হয়।

Jhenaidah

লে. কর্নেল ইমাম হাসান আরও বলেন, চা-পাতার ব্যবসা করতে হলে সরকারের সংশ্লিষ্ট দফতরের তিনটি লাইসেন্স থাকতে হয়। কিন্তু তার একটি লাইসেন্সও নেই। তাই তার প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। তবে প্রয়োজনীয় শর্ত পূরণ করে তিনি ব্যবসা করতে পারবেন বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

ঝিনাইদহের নির্বাহী ম্যাজিস্ট্রেট হেদায়েত উল্লাহ বলেন, ট্যাক্স ফাঁকি দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে পিউলি চা নামে প্যাকেট করে বাজারে চা-পাতা বিক্রি করে আসছেন আক্কাচ আলী। তিনি টেন্ডারে চা-পাতা কেনেন বলে দাবি করলেও কোনো লাইসেন্স দেখাতে পারেননি। সিলগালা করা তার দোকানে প্রায় ১০ হাজার কেজি চা-পাতা পাওয়া গেছে। দেশীয় চা-পাতার প্রসার বাড়াতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট হেদায়েত উল্লাহ।

এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।