ভোলায় বিদেশি মদসহ দুইজন আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৩:২৮ পিএম, ০৭ এপ্রিল ২০১৯

ভোলায় বিয়ার ও বিদেশি মদসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ৩৭২ ক্যান বিয়ার ও ১৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। রোববার দুপুর ১২টার দিকে ভোলা ক্লাব থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ভোলা সদর উপজেলার বাসিন্দা মাইনুদ্দিন (৫৫) ও মজিবুর রহমান (৪৮)।

বরিশাল র‌্যাব-৮ এর ভোলা ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ইফতিখার জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা ক্লাবে অভিযান চালিয়ে ওই ক্লাবের কর্মচারী মাইনুদ্দিন ও তার সহযোগী মজিবুর রহমানকে ৩৭২ ক্যান বিয়ার ও ১৭ বোতল বিদেশি মদসহ আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।

জুয়েল সাহা বিকাশ/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।