রাস্তায় দাঁড় করে কান ধরিয়ে শাস্তি দিলেন শিক্ষক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৭:৩১ পিএম, ০৯ এপ্রিল ২০১৯

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর শহরের একটি মাদরাসায় পড়া না পারার কারণে ছাত্রদের সড়কের ওপরে কান ধরিয়ে শাস্তি দিয়েছেন শিক্ষক। সোমবার দুপুরে পৌর শহরের মাদরাসাতুল মাওয়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, দুুপরে মাদরাসা থেকে দূরে প্রধান সড়কে এনে জনসম্মুখে শিক্ষার্থীদের কান ধরে শাস্তি দেন মাদরাসার শিক্ষক আফ্রিদি। জনসম্মুখে শিশু শিক্ষার্থীদের এভাবে শাস্তি দেয়ার ঘটনায় শহরের আনন্দধাম এলাকার মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা যায়, মাদরাসাতুল মাওয়ায় প্রায় ২০ জন আবাসিক শিশু ছাত্র রয়েছে। সোমবার দুপুরে শিক্ষক আফ্রিদি ৮ থেকে ১০ জন শিশু ছাত্রকে মাদরাসা থেকে বের করে এনে প্রধান সড়কের ওপরে লাইন করে দাঁড়াতে বলেন। এরপর সবাইকে রোদের মধ্যে কান ধরে দাঁড়িয়ে থাকার নির্দেশ দেন। এ সময় পথচারীরা ঘটনাস্থলে থমকে দাঁড়ান। শিশুদেরকে এভাবে শাস্তি দেয়ার তীব্র প্রতিবাদ করেন তারা। অবস্থা বেগতিক দেখে শিক্ষক আফ্রিদি শিশুদেরকে মাদরাসার ভেতরে নিয়ে যান।

মাদরাসার শিশু শিক্ষার্থী তামিম, মাহমুদ জানায়, তাদের ৮ থেকে ১০ জনকে মাদরাসা থেকে বের করে প্রধান সড়কে নিয়ে যান শিক্ষক আফ্রিদি। তারপর কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখা হয়।

জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক আফ্রিদি বলেন, ছাত্ররা পড়া পারে নাই। তাই কান ধরে শাস্তির ব্যবস্থা করেছি। মাদরাসার শ্রেণিকক্ষ রেখে রাস্তায় শিক্ষার্থীদের কেন কান ধরাতে নিয়ে গেছেন এমন প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি।

এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।