বাবা-মায়ের ঝগড়ায় মাদরাসাছাত্রীর বিষপান
প্রতীকী ছবি
পটুয়াখালীর রাঙ্গাবালীতে নিশু আক্তার (১৪) নামে এক মাদরাসাছাত্রী বিষপান করে আত্মহত্যা করেছে। মঙ্গলবার সকালে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নিশু আক্তার সাজির হাওলা আকবাড়িয়া দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্রী ছিল।
ছোটবাইশদিয়া ইউনিয়নের চেয়ারম্যান এবিএম আবদুল মান্নান হাওলাদার জাগো নিউজকে বলেন, সকালে নিশুর দাদা আমাকে বিষয়টি জানিয়েছেন। সকালে হাসপাতালে নেয়ার পথে মেয়েটি মারা গেছে। বাবা-মায়ের মধ্যে ঝগড়া সহ্য করতে না পেরে মেয়েটি বিষপান করেছিল। তবে কী নিয়ে ওই মেয়ের পরিবারে ঝগড়া হয়েছে সেটি আমার জানা নেই।
রাঙ্গাবালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলন কৃঞ্চ মিত্র মাদরাসাছাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর/এমকেএইচ