আদালতের গেটে মামলার বাদীকে ছুরিকাঘাত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ১০:৫৯ এএম, ১৮ এপ্রিল ২০১৯

হবিগঞ্জে আদালতের গেটে মামলার বাদীকে ছুরিকাঘাত করেছে আসামিপক্ষের লোকজন। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার এ ঘটনা ঘটে।

আহত মামলার বাদী কাজল মিয়া (৪৭) বাহুবল উপজেলার আব্দাকামাল গ্রামের আজগর আলীর ছেলে।

বাদীর স্বজনরা জানান, ৫ বছর আগে বাহুবল উপজেলার আব্দাকামাল গ্রামের আফতাব উদ্দিনের ছেলে সিদ্দিক আলী, সিজিল মিয়া ও মৌলা মিয়াসহ একদল লোক একই গ্রামের আজগর আলী ওরফে উন্দাই মিয়ার ছেলে কাজল মিয়াকে ছুরিকাঘাত করে রক্তাক্ত করেন। এ ঘটনায় উল্লেখিতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। যার নং- জি আর ৬৫/১৬। উক্ত মামলায় বুধবার কাজল মিয়া সাক্ষী নিয়ে আদালতে তার নিয়োজিত আইনজীবী মো. নূরুজ্জামানের মাধ্যমে হাজিরা দিতে আসেন।

এ সময় আদালতের গেটের সামনে আসামিপক্ষের লোকজন কাজল মিয়াকে প্রকাশ্যে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তাৎক্ষণিক কোর্ট পুলিশ এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার অবস্থার অবনতি হয়। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বিষয়টি বিচারকদের নজরে এলে তাৎক্ষণিক আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন। উক্ত মামলায় আসামিদের বিরুদ্ধে বিচারক গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

সদর থানা পুলিশের ওসি (তদন্ত) জিয়াউর রহমান জানান, এ ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি। তবে এ রকম ঘটনা ন্যাক্কারজনক। আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।