বন্ধুদের দাওয়াত করে খাওয়ানোর আগেই দুর্ঘটনায় প্রাণ গেল রিয়াজের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৭:৪৬ পিএম, ১৯ এপ্রিল ২০১৯

মার রান্না করতে দেরি হওয়ায় বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় লাশ হয়ে বাড়ি ফিরল মো. রিয়াজ (১৬) নামে এক রিকশাচালক। নিহত রিয়াজ ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গুপ্তমুন্সি এলাকার মো. সিরাজের ছেলে।

এ ঘটনায় নিহত রিয়াজের দুই বন্ধু মো. কামাল ও শরীফ আহত হয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ শুক্রবার বিকেলে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের দারোগার খাল এলাকায় এ ঘটনা ঘটে।

ভোলা মডেল থানার এসআই রতন কুমার শীল জাগো নিউজকে জানান, নিহত রিয়াজ একজন রিকশাচালক। প্রতিদিনই সে রিকশা চালায়। শুক্রবার হওয়ায় সে তার দুই বন্ধু কামাল ও শরীফকে তারদের বাড়িতে দাওয়াত করে। দুপুরের দিকে তারা রিয়াজের বাড়ি আসে। তার মার রান্না দেরি হওয়ায় বন্ধুদের ভাড়া করা মোটরসাইকেল নিয়ে রাজাপুরের জনতা বাজার এলাকায় ঘুরতে যায়। এরপর জনতা বাজার থেকে বাড়িতে খাওয়ার জন্য রওনা হলে দারোগার খাল নামক এলাকায় আসলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনজনই আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেয়ার পথে রিয়াজের মৃত্যু হয়। এ ঘটনায় আহত তার দুই বন্ধকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাতপাতাল থেকে বরিশাল হাসপাতালে পাঠানো হয়।

জুয়েল সাহা বিকাশ/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।