লক্ষ্মীপুরে ৪ নারীকে পিটিয়ে হাসপাতালে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৯:০০ পিএম, ২০ এপ্রিল ২০১৯

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা চালিয়ে এক পরিবারের পাঁচজনকে পিটিয়ে আহত করা হয়েছে। এর মধ্যে চারজনই নারী। শনিবার বিকেলে উপজেলার দক্ষিণ চরকাচিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন আলী আজগর মোল্লা, তার স্ত্রী জাহানারা বেগম, মেয়ে রহিমা, ফাতেমা ও ছখিনা বেগম। স্বজনরা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, উপজেলার চরকাচিয়া গ্রামের আলী আজগরের চাচি শাশুড়ি অজুফা বেগমের মোবাইল বাড়ির পাশের খালের পানিতে পড়ে যায়। পরে আলী আজগর পানিতে নেমে মোবাইল খুঁজে পাননি। একপর্যায়ে প্রতিবেশী হৃদয় পানিতে মোবাইলটি খুঁজে পান। ২০০ টাকা দিলে তিনি অজুফাকে মোবাইলটি দেবেন বলে জানান। টাকা পরে দেবেন বলে অজুফা হৃদয়ের কাছ থেকে মোবাইলটি নিয়ে যান। কিন্তু টাকা দিতে দেরি হওয়ায় হৃদয় তার ভাই কাউসার ও শরীফকে সঙ্গে নিয়ে আলী আজগর ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা করেন। লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে পাঁচজনকে আহত করেন তারা। ওইসময় অজুফা বাড়িতে ছিলেন না। হামলাকারীরা চরকাচিয়া গ্রামের আনোয়ার গাজীর ছেলে।

Lakhsmipur-Pic--(2)

আহত ছখিনা বেগমের ছেলে মো. শিপন বলেন, মোবাইল খুঁজে দিয়ে দাবি করা টাকা না দেয়ায় আমার মাসহ পাঁচজনকে পিটিয়ে আহত করা হয়েছে। হৃদয় ও তার দুই ভাই এ ঘটনা ঘটিয়েছে।

সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবেদীন বলেন, আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। আহতদেরকে এক্স-রে করার জন্য পরামর্শ দেয়া হয়েছে।

হাজিমারা পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন বলেন, ঘটনাটি আমি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কাজল কায়েস/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।