ভোলা-লক্ষ্মীপুর রুটে আবারো ফেরি চলাচল বন্ধ


প্রকাশিত: ০৮:৩৮ এএম, ০২ সেপ্টেম্বর ২০১৫
ফাইল ছবি

ভোলা-লক্ষ্মীপুর রুটের ইলিশা নতুনঘাট আবার বিধ্বস্ত হওয়ায় বুধবার সকাল থেকে তৃতীয়বারের মত অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। এর আগে ৬ দিন বন্ধ থাকার পর ঘাট সংস্কার করায় গত রোববার থেকে ফেরি চলাচল শুরু হয়।

ফেরির দায়িত্বে থাকা ম্যানেজার আবু আলম জাগো নিউজকে জানান, ৩ দিন না যেতেই আবার মেঘনা নদীর তীব্র স্রোতে ইলিশা ঘাটের পালিং ঘুঁটি সরে যায়। এতে ঝুকিপূর্ণ হয়ে ওঠে গ্যাংওয়ে। এ কারণে বুধবার সকাল সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী শাহনেওয়াজ কবির জাগো নিউজকে জানান, ভোলার ইলিশা এলাকা মেঘনা নদীর ভাঙন কবলিত এলাকা হওয়ায় ঘাট ঠিক রাখা যাচ্ছে না। গত মাসের ২৫ তারিখে পুরাতন ঘাটের এ্যাপ্রোচ সড়ক ধসে গেলে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। পরে এক কিলোমিটার সরিয়ে এনে ৩০ লাখ টাকা ব্যয়ে নতুন ঘাট নির্মাণ করা হয়।

১৪ আগস্ট থেকে নতুনঘাট থেকে ফেরি চলাচল শুরু হয়। ১৫ দিন না যেতেই আবার ওই ঘাটে ভাঙন দেখা দেয়। ৬ দিন ফেরি চলাচল বন্ধ রেখে ঘাট আবার সংস্কার করা হয়। এদিকে বুধবার থেকে তৃতীয়বারের মত ফেরি চলাচল বন্ধ হওয়ায় আটকে থাকা যানবাহনের জট আরো বাড়তে শুরু করেছে।

অমিতাভ অপু/এসএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।